পূর্ববর্তী অধ্যায়ে কি পরিস্থিতিতে আমি ৪ বৎসরের বরিষ্ঠতা হারিয়ে আইএএসে যোগ দিয়েছিলাম তা বিশদে বলেছি । প্রমোশনের পর আমি ৮ বৎসরকাল আইএএসে কর্ম্মরত ছিলাম (১৯৯৫ - ২০০৩)। এই সময়ে আমার কর্ম্মক্ষেত্র ছিল প্রথমে হাওড়ার জেলা ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক তথা অতিরিক্ত জেলাশাসক ও পরে অনুন্নত শ্রেণী কল্যাণ দপ্তরের যুগ্মসচিব তথা যুগ্ম কমিশনার । পরবর্তী অধ্যায় দুটিতে এই দুই কর্ম্মকালের বিস্তৃত বিবরণ পাওয়া যাবে ।