"বিদ্যা ছাড়া কথা নাই বিদ্যা কর সার। বিদ্যা ধর্ম, বিদ্যা কর্ম অন্যসব ছার।।" তাই আমাদের উদ্দেশ্য–“অনুন্নত জাতি যদি বাঁচিবারে চাও। যাক প্রাণ সেও ভালো বিদ্যা শিখে লও।"
ক্ষীণ স্বাস্থ্য নিয়ে কোনও জাতি কখনও উন্নত ভাবনা , উৎকৃষ্ট চিন্তা করতে পারে না। তাই মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সকল প্রকার সচেতন করা আমাদের অন্যতম লক্ষ্য।
সকল প্রকার সামাজিক বৈষম্য দূর করে একটি বলিষ্ঠ সমাজ গঠন ও বিভেদ বৈষম্য মুক্ত জনগোষ্ঠিই পারে একটি দেশকে উন্নতির শিখরে উন্নীত করতে।
স্থবির জাতির দ্রুত বিপ্লব ঘটানোর বলিষ্ঠ পন্থা সাংস্কৃতিক আন্দোলন। ধুলামলিন শাশ্বত সত্যকে নতুন রূপে চেতনায় দোলা দিতে আছে সাংস্কৃতিক আন্দোলন।
বঙ্গীয় হরি-গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ
Bangiya Hari-Guruchand Ambedkar Chetana Manch