কথা ও সুর –পবিত্র বিশ্বাস
তাল – কাহারবা ।
কালের স্রোত ধারায় হারিয়ে যাওয়া ধর্মহারার এক মুক্তিবানী ।
মুক্তি-সূর্য ঘিরে আবর্তিত , পতিতের ইতিকথা লীলামৃত ।
পতিতের প্রতিবাদ লীলামৃত । শ্রীশ্রী হরি লীলামৃত ।
বহুকাল ছিল যারা আপন ধর্মহারা , লাঞ্ছিত , বঞ্চিত , শোষিত ।
আগুনের শিখা দিয়ে লেখা হল ইতিহাস , মতুয়ার মধুনাম লীলামৃত ।
পতিতের প্রতিবাদ লীলামৃত ...............।।
বড়ই চতুরতায় , মিলিয়ে বৈদিকতায় , মহামতি তারক রচিলেন ।
ধর্ম-হীনের ব্যথা , কর্ম বানীর কথা দুধে-জলে মিশেলে সপিলেন ।
রাজ হংসবৎ সত্য-প্রেমের পথ , মতুয়ার দ্বারা হবে নীত ।
হারিয়েছে যা কিছু অতীতে , ফেরানোর বার্তা আছে লীলামৃতে ।
জাগো সব মতুয়া জাগো এই প্রভাতে হরিচাঁদ সূর্যের আলোকে ।
ডঙ্কা কাশির রোলে , জাতপাত যাক টলে ,
নবসাজে সাজুক এই ভুলোকে ।
বেদাচার অবসান , মানবতার গান কর সবে জয়রবে গীত ।
পতিতের প্রতিবাদ লীলামৃত ...............।।