কথা ও সুরঃ- মনু
তাল – দাদরা ।
সত্য প্রেম পবিত্রতা
হরিচাঁদের তিন বারতা ,
সঙ্গে দিয়েছে সাম্য মৈত্রী
ছুঁড়িয়া ফেলেছে অস্পৃশ্যতা ।
ঠাকুর আমার আলোর আধার
কেটে গেছে আঁধার কুসংস্কার ।
বেদাতীত হয়ে ভেদবিধিহীন
গড়িব সমাজ এ অঙ্গীকার ।।
দিচ্ছে ঠাকুর অভয় বানী
ঝেড়ে ফেলে দাও বিগত গ্লানি ,
নতুন জীবন লভিব আমরা
ভুলে গিয়ে সব ব্যর্থতা ।।
দিয়েছে ঠাকুর জয়ের ডংকা ,
কেটে গেছে মোদের সকল শংকা ।
উড়িয়ে নিশান বাজিয়ে বিষাণ
সম্মুখে চল নাই তোয়াক্কা ।।
দিয়েছে ঠাকুর দ্বাদশ আজ্ঞা ,
জীবন গড়ার তাই প্রতিজ্ঞা ।
ভরেছে হৃদয় বিশ্ব প্রেমে ,
ভ্রাতৃত্ববোধ আর একতা ।।