কথা – সুষেণ বিশ্বাস
সুর – পবিত্র বিশ্বাস
রাগ – ভৈরব
তাল – কাহারবা
ধ্রুব তারা সম হৃদয়ে মম জ্বলিছ দিবস রাত্রি ।
করিব না ভয় ঘনধোর তমসায়
হলেও পাথারের যাত্রী ।
গাহি তাই গান ভুলিয়া বিষাদ ,
জীবনের আলো তুমি প্রভু হরিচাঁদ ।
তুমি দিলে আশা , তুমি দিলে ভাষা
তুমি হে বিশ্ববিধাত্রী ।
দিশাহীন মন খুঁজে পেল দিশা ,
বহুযুগ পরে তুমি মেটালে যে তৃষা ।
তুমি জ্ঞানদাতা , নাশ অজ্ঞানতা
তুমি হে শান্তি সুমৈত্রী ।