কথা – মতুয়া বিকাশ
সুর – পবিত্র বিশ্বাস
তাল – কাহারবা ।
প্রণমি তোমায় হে হরিচাঁদ তুমি নবরূপে এলে নববুদ্ধ ।
সত্য প্রেম আর পবিত্রতায় এ জগত করিলে যে শুদ্ধ ।।
দিলে নব চেতনার , দৃঢ়তার বাণী ।
বেদ-বিধি শৌচাচার নাহি আমি মানি ।
অলীক কল্পনাকারী যত সব বেদাচারী
তোমার প্রতি তারা হল অতি ক্ষুব্ধ ।
আর্য অত্যাচারে যারা হারিয়েছে কৃষ্টিধারা
দিলে মতুয়া নামে ধর্ম শেখালে মানবিক কর্ম ।
অস্পৃশ্যতার গ্লানি মুছে হল যে তারা শুদ্ধ ।
যত দেবতা আর দেব ধর্মাচারী
নিয়ে খেলে একাধিক নারী ।
নারীকে দিলে সম্মান লয়ে নিজ নারী ব্রহ্মচারী
গার্হস্থ প্রশস্ত ধর্ম করলে বিধান ।
এ জগৎ সংসার হল সুনির্মল হল পরিশুদ্ধ ।
বেদের বিভেদ ভেঙ্গে দিলে শুভ্রতার বাণী ,
যে পথে নাই কোনো হিংসা ভেদ গ্লানি ।
তোমাকে বুঝলেই সাম্য আসবেই
মানুষ মানুষ হবে মানবতায় ঋদ্ধ ।