আমাদের খবরাখবর ও সেবা কার্যক্রম
আমরা কি করছি? আমাদের কোথায় কি হচ্ছে?
আমরা কি করছি? আমাদের কোথায় কি হচ্ছে?
বঙ্গীয় হরি-গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের মধ্যদিয়ে পথ চলছে। প্রথমে হরি-গুরুচাঁদ ঠাকুর ও বাবাসাহেবকে নিয়ে অভিনব ভাবে যুগোপযোগী করে চেতনা সঙ্গীত ও চেতনা নৃত্য পরিবেশন, যা ভারত-বাংলাদেশ ছাপিয়ে বিভিন্ন দেশের সাংস্কৃতিক মঞ্চে আলোড়ন সৃষ্টি করেছে।
তারপর একেএকে
গুরুচাঁদ ঠাকুর চেতনা স্কলারশিপ প্রদান,
গুরুচাঁদ ঠাকুর চেতনা লাইব্রেরি স্থাপন,
চেতনা বুক স্টল,
আধুনিক কথা ও সুরে 3 টি চেতনা সঙ্গীতের অ্যালবাম প্রকাশ,
চেতনা নাট্য গোষ্ঠী গঠন ও হরি-গুরুচাঁদ ঠাকুরের উপর নাটক উপস্থাপন,
হরি-গুরুচাঁদ ঠাকুর ও পঞ্চরত্ন সমগ্র প্রকাশ,
আধুনিক কথা ও সুরে চেতনা সঙ্গীতের স্বরলিপি (গানের বই) প্রকাশ,
সংগ্রামী নারী মৃণালিনী বিশ্বাসের আত্মকথা(বই) প্রকাশ,
যুগোপযোগী করে 11ই মার্চ শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ও 13ই মার্চ গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন পালন,
আধুনিক ও যুগোপযোগী করে "মতুয়া ধর্ম দর্শন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান" পালন,
বিভিন্ন জায়গায় "গুরুচাঁদ ঠাকুর সাংস্কৃতিক সন্ধ্যা" উদযাপন,
প্রতি ইংরাজি মাসের শেষ রবিবার "মাসিক বন্দনা সভা" পালন,
আধুনিক ভাবনায় শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ছবি প্রকাশ
হরিচাঁদ ঠাকুরের উপর আর্ট গ্যালারি প্রদর্শন
হরি-গুরুচাঁদ আম্বেদকর চেতনা বই মেলা।
বিজ্ঞান প্রদর্শনী।
গুরুচাঁদ ঠাকুর চেতনা স্বচ্ছ অভিযান।
website নির্মাণ।
চেতনা মশাল দৌড় প্রতিযোগিতা।
মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল মেডিকেল টিম গঠন।
পুষ্পে আবিরে হরি-গুরুচাঁদ আম্বেদকর বরণ
সর্বোপরি "গুরুচাঁদ ঠাকুর চেতনা এডুকেশন হাব" স্থাপন। (যেখানে প্রতিবছর প্রায় 200 জন ছাত্র-ছাত্রীকে WBCS, Combined, Turorial এবং কারিগরী শিক্ষার মধ্যদিয়ে সাফল্যের সিঁড়ি তৈরী করা হচ্ছে।)
এছাড়াও আরও অনেক কর্মের সর্বোক্ষনের সঙ্গী বগুলা পূর্বপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শুধাংশু কুমার বিশ্বাস। শ্রদ্ধেয় প্রধান শিক্ষক শ্রী শুধাংশু কুমার বিশ্বাস মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় গত 15 ফেব্রুয়ারি 2020 তারিখে বগুলা পূর্বপাড়া উচ্চ বিদ্যালয়ে "গুরুচাঁদ গ্রন্থাগার" এর শুভ উদ্বোধন হলো।
ধন্যবাদ জানাই এই মহান উদ্যোগকে এবং সেই সঙ্গে চেতনা মঞ্চ সর্বক্ষণ আপনার সঙ্গে আছে। আপনিও সর্বক্ষণ চেতনা মঞ্চের সঙ্গে থাকবেন, এই প্রার্থনা করি। ধন্যবাদ জানাই "গুরুচাঁদ গ্রন্থাগার" এর সকল সকল সহযোগীদের, যাদের সহযোগিতা না থাকলে স্যারের পক্ষে এই মহান উদ্যোগ নেওয়া সম্ভব হতো না। সকল চেতনা সাথীদের অভিনন্দন
স্বাস্থ্য পরিক্ষা শিবির, চক্ষু পরিক্ষা শিবির ও রক্তদান শিবির ।
অবৈদিক ভাবনায় বহু শ্রদ্ধানুষ্ঠান ও বিবাহানুষ্ঠান পরিচালনা ।
দুটি চেতনা সংগীতের এ্যালবাম “প্রণমি তোমায়” ও “তোমার অমৃত বানী” প্রকাশ । “মহামানব হরি-গুরুচাঁদ ঠাকুর ও পঞ্চরত্ন সমগ্র” , “আত্মোন্নতি” ও “চেতনা সঙ্গীতের স্বরলিপি”প্রভৃতি গ্রন্থ প্রকাশ ।
বিভিন্ন এলাকায় চেতনা নৃত্য-চেতনা সঙ্গীত সহযোগে বিভিন্ন অনুষ্ঠান । চেতনা নাটক লেখা ও মঞ্চস্থ ।