কথা ও সুর – পবিত্র বিশ্বাস
তাল - কাহারবা।
যেন চোদ্দই এপ্রিল শুধু শপথ নেবার দিন।
এমন মহান পূণ্য দিনে জন্মেছিলেন ভীম।
বাবাসাহেব ভীমরাও রামজী আম্বেদকর ,
সাম্য , মৈত্রী, স্বাধীনতার ভারত রূপকার
তুমি বিদ্রোহেরই রূপ , তুমি স্বাধীনতার সুখ,
মূলনিবাসীর মুক্তিদাতা হে মহামহিম ।
বিভেদেরই অনাচারে ভারত যখন জ্বলছে ,
বর্ণবাদী সমাজ যখন মূলনিবাসী দলছে ।
তুমি হানলে প্রতিবাদ , তুমি জ্বাললে মনুবাদ,
তোমার হাতের বিধান নিয়ে দেশ হল স্বাধীন ।
বিশ্বজুড়ে জানে তুমি মহান জ্ঞানবান ।
বর্ণবাদী সর্বভারত নয় তা অবধান ।
তুমি মানবতার মুখ , তুমি করুণারই রূপ ।
জ্ঞানাকাশের সূর্য তুমি দীপ্ত দ্বিধাহীন ।