কথা – মতুয়া বিকাশ
সুর - পবিত্র বিশ্বাস
তাল – কাহারবা
বল্ বল্ বল্ বল্রে মতুয়া দল
জয় জয় ধ্বনিতে হরি হরি বল্ ।
এ ধরণী হোক উত্তাল কেঁপে উঠুক আকাশ পাতাল
উচ্চরবে সবে মিলে মুক্তিমন্ত্র বল্ ।
পড়ে আছো আজও যারা ছাড়ো মনের খল ।
ওরা কৌশলে নিল সাথে হাতে নয় মারতে ভাতে ,
ঠাই নাই ধর্মমতে অশুচি হয় তুমি ছুঁতে ।
শাস্ত্র শূলে মারছে আজও দেখায়ে স্বর্গফল
অচেতনে আজও যারা জয় হরি হরিবল্ ।
সিংহ পরে মুষিক-চর্ম ভুলে গিয়ে আপন ধর্ম
হরিচাঁদের স্বাধীন ধর্ম ভেদ হোক বৈদিক বর্ম
আপন বীর্যে চূর্ণ কর বর্ণবাদের ছল ।
বাজা কাঁসর বাজাও ডংকা ছাড়ো মনের সকল শংকা ,
তুচ্ছ নহে তোমার সংখ্যা হাত ধরে চল ।
হরি বলে মাতো সবে মাতুক ধরাতল ।