কথা ও সুর –পবিত্র বিশ্বাস
তাল – কাহারবা ।
এ কোন ধাঁধায় ফেলেছ আমায় , পাই না ভেবে কিনারা ।
তোমার লীলায় বোঝা হল দায় , আছে যে কোন ঈশারা ।
এক রূপে তুমি ভোলালে পাগল , ভাসালে ভাবের ভেঙ্গে আগল ।
অন্য রূপে কাটালে যে ঘোর , ফেরালে যারা পথ হারা ।
তোমার লীলায় বোঝা হল দায় , আছে যে কোন ঈশারা।
এ কোন ধাঁধায় ফেলেছ আমায় ।
তোমার অপার লীলা বোঝা বড় ভার ।
জানি না তো কোন পথে কাটবে আঁধার ।
দেখাও আলোর দিশা দিশাহারার , যেথা মিলে হবে সব একাকার ।
দূর কর কুয়াশা হে দয়াময় ।
অকূলের কূল তুমি কর নিশ্চয় ।
এক পথে নাও , এক মতে নাও , তোমার করুণা-বারি ধারা ।
তোমার লীলায় বোঝা হল দায় , আছে যে কোন ঈশারা।
এ কোন ধাঁধায় ফেলেছ আমায় ।