কথা ও সুর – পবিত্র বিশ্বাস
তাল – তেওড়া
আয়রে ছুটে আয় সকলে আয়রে পতিত আয় ।
আয় দিশাহীন নোয়াই মাথা হরিচাঁদের পায় , গুরুচাঁদের পায় ।
তুই যে ভুলে আছিস মূলে তোর কী ছিল মান ?
জাত বেজাতের সমাজ তোরে করল হীনমান ।
ভুলিয়ে দিল তোর যে ছিল শৌর্যবীর্য , রাজ ;
করলো তোরে পশুর অধম চতুর ফন্দিবাজ ।
তুই যে আজও সর্বহারা মানুষের সভায় ,
ওঠরে জেগে আপন তেজে হরিচাঁদ শেখায় , গুরুচাঁদ শেখায় ।
ঘুমিয়ে তুই আর থাকিসনে ভাই পেয়ে শিক্ষার আলো ,
বৈদিক আচার ঘিরেছে আঁধার জ্ঞানের আলো জ্বালো ।
ভাবনা কি রে আসবে ফিরে আবার সেই সকাল ,
ঠাই পাবে না জাত-বিচারী বেদাচারীর দল ।
গাইবে সবাই একই সুরে মানুষেরই জয় ,
রইবে না আর মিথ্যা আচার কল্প দৈব ভয় ।
শৌচাচার আর বেদের বিধি দূর করে হেলায়
ওঠ্রে জেগে আপন তেজে হরিচাঁদ শেখায় , গুরুচাঁদ শেখায় ।