কথা ও সুর – পবিত্র বিশ্বাস
তাল – কাহারবা
বন্ধু রে ও সাথী রে , আয়রে কে যাবি রে ………………….
ছাড়ো তোমার জীর্ণ তরী ঝড় তুফানে দিতে পাড়ি ,
হরি নামের বৈঠা ধর , পার হতে দরিয়া ।
হো হেইয়া মারো হেইয়া মারো হেইয়া মারো হেইয়া ।
চলতে হবে উজান ঠেলে , শক্ত হাতে হাল ধরো ।
হো মাঝিরে , ও হো মাঝিরে ।
পালের হাওয়া নেই তো সাথে , হরি নামই সার করো ।
ভাবের ঘোরে নৌকা তোমার যেন পিছে না যায় ঘুরিয়া ।
ছলাৎ ছলাৎ জল ছলকে ওঠেরে , টলমল নাও খানি তরতর ছোটে ।
সামাল সামাল অথৈ জলে যেন তরী না যায় ডুবিয়া ।
হরিচাঁদের কৃপার বলে আছে তোমার বৈঠাখান ।
হো মাঝিরে , ও হো মাঝিরে ।
কূহেলিকায় দিক ভুলো না আরো জোরে মারো টান ।
ভয় কী তোমার ওরে ও ভাই নাও ছাড়ো তারে স্মরিয়া ।