কথা ও সুর – পবিত্র বিশ্বাস
তাল – কাহারবা ।
আমার হৃদয় আসনে আসীন আছে জগতের সেরা দুই মহান ।
শ্রীহরিচাঁদ আর শ্রীগুরুচাঁদ ।
সীমাহীন সংকটে নিদারুন ঝঞ্ঝাতে ছিল যারা কান্ডারী মহিয়ান ।
পতিতপাবন হিরিচাঁদ জাতির মুক্তিদাতা গুরুচাঁদ ।
পতিত-পাবন দিল সাহস শক্তি,বল অবিচারে প্রতিবাদ গড়তে ।
মহান শিক্ষাবিদ গুরুচাঁদ দিল বানী
অসি নয় মসী দিয়ে জীবনের লড়াইটা লড়তে ।
ঘৃণার তত্ত্ব ভরা মানুষের মনগড়া জাতপাত করেছিল অবসান ।
হাজার বছর ছিল না যাদের কোনও অধিকার ।
আলোর মশাল জ্বেলে দিয়ে করলো সে তমসার প্রতিকার ।।
বেদের বিধান ফেলে জগৎ সত্য বলে বিভেদের নিরশন করলো ।
দল বিনা বল হারা শিক্ষাই বারিধারা
বহুকাল গতিহারা এ জাতির শূণ্যতা ভরলো ।
সত্য প্রেমের পথে পবিত্রতার সাথে হও সবে এক হতে আগুয়ান ।