কথা – সুষেণ বিশ্বাস
সুর – পবিত্র বিশ্বাস
তাল – দাদরা
তুমি দাও হে শক্তি অমিত শক্তি হে হরি দয়াময় ।
অন্তর মম বিকশিত কর , দূরে যাক ভীতি ভয় ।
তোমারে স্মরিয়া চিতে পারি যেন ভাঙ্গিতে ;
পড়ে আছে যে পাষাণ-প্রাচীর করিতে মানব ক্ষয় ।
তোমার পরশ দানে , সরস কর অজ্ঞানে ।
আঁধার নিলয় কর আলোকিত , হৃদি ভরো হে জ্ঞানে ।
বিশ্ব হৃদয়খানি আপন যেন গো মানি
তব পূত প্রেম প্রকাশিতে যেন নাহি মানি সংশয় ।