কথা ও সুর - পবিত্র বিশ্বাস
তাল - দাদরা।
শোনো এক গল্প বলি অলীক গল্প নয় ।
এক যে ছিল ছেলে মা হারা এক ছেলে ,
রত্ন-গিরির ভারত-রত্ন মাহার সম্প্রদায় ।
ছোট্ট বেলায় নাম ছিল ভীম , গ্রামটি আম্বাবাদ ।
রামজী ভীমার শেষ সন্তান , মনেতে অনেক সাধ ।
বর্ণবাদের ঘাত-প্রতিঘাত ছিল যে অন্তরায় ।
সে যে রত্নগরির ভারত-রত্ন...........................।।
অনেক স্বপ্ন বুকে , জাত পিশাচি মারবে সে যে , অনেক বিদ্যা শিখে ।
লাঞ্ছনা আর গঞ্জনা সে নিত্য সাথী করে ,
জ্ঞানের নেশায় পণ করল যাবেই অনেক দূরে ।
দেশ-বিদেশের শিক্ষা নিয়ে বুদ্ধ-শরণে যায় ।
সে যে রত্নগিরির ভারত-রত্ন...............।।
একদিন সেই ছেলে সবাই কে পিছে ফেলে দিয়েছিল তার প্রতিদান ।
অনেক কিছুই তার ফিরিয়ে দেবার ছিল করতে জাতের অবসান।
অনেক অবিচার পেয়েছে সমাজ থেকে
অনেক সয়েছে সে অপমান ।
বিভেদের অবসানে রচিল আপন জ্ঞানে ভারতের শেষ কথা সংবিধান ।
বলতে কী পারো বলতে কী পারো ?
কে সেই মনীষী গুণধর ।
সে যে বি. আর. আম্বেদকর ।
সে যে ভীমরাও আম্বেদকর ।
সে যে ভীমরাও রামজী আম্বেদকর ।