Education:
Nothing to say except Knowledge, the first thing is to be Educated. So our purpose is-'Underdeveloped and backward people must be educated to survive, even if they have to lose their lives to acquire it.'
শিক্ষা: "বিদ্যা ছাড়া কথা নাই বিদ্যা কর সার। বিদ্যা ধর্ম, বিদ্যা কর্ম অন্যসব ছার।।" তাই আমাদের উদ্দেশ্য–“অনুন্নত জাতি যদি বাঁচিবারে চাও। যাক প্রাণ সেও ভালো বিদ্যা শিখে লও।"Culture:
Cultural Movement is the strong way to make a revolution for a disabled nation.
সংস্কৃতি: স্থবির জাতির দ্রুত বিপ্লব ঘটানোর বলিষ্ঠ পন্থা সাংস্কৃতিক আন্দোলন। ধুলামলিন শাশ্বত সত্যকে নতুন রূপে চেতনায় দোলা দিতে আছে সাংস্কৃতিক আন্দোলন।Society:
A nation, free from racism, can put a country on the top of development by making a unity of strong social values through vanishing every kinds of sectarian and inequality.
সমাজ: সকল প্রকার সামাজিক বৈষম্য দূর করে একটি বলিষ্ঠ সমাজ গঠন ও বিভেদ বৈষম্য মুক্ত জনগোষ্ঠিই পারে একটি দেশকে উন্নতির শিখরে উন্নীত করতে।Health:
Nations with poor health cannot have higher and better thoughts. So our purpose is to make people aware about several kinds of health issues.
স্বাস্থ্য: ক্ষীণ স্বাস্থ্য নিয়ে কোনও জাতি কখনও উন্নত ভাবনা , উৎকৃষ্ট চিন্তা করতে পারে না। তাই মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সকল প্রকার সচেতন করা আমাদের অন্যতম লক্ষ্য।in Bangla: বঙ্গীয় হরি-গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ
Pronunciation: Baṅgīẏa hari-gurucām̐da āmbēdakara cētanā mañca
Literary meaning of the name: A Conscious Platform of Bangla region named after Harichand Thakur, Guruchand Thakur(son of Harichand Thakur) and Bhimrao Ramji Ambedkar.
in English (Spelling): Bangiya Hari-Guruchand Ambedkar Chetana Manch
Service oriented nonpolitical Organisation
সেবামূলক অরাজনৈতিক সংগঠনLets work together
আসুন একসাথে কাজ করিবঙ্গীয় হরি-গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের মধ্যদিয়ে পথ চলছে। প্রথমে হরি-গুরুচাঁদ ঠাকুর ও বাবাসাহেবকে নিয়ে অভিনব ভাবে যুগোপযোগী করে চেতনা সঙ্গীত ও চেতনা নৃত্য পরিবেশন, যা ভারত-বাংলাদেশ ছাপিয়ে বিভিন্ন দেশের সাংস্কৃতিক মঞ্চে আলোড়ন সৃষ্টি করেছে।
তারপর একেএকে
গুরুচাঁদ ঠাকুর চেতনা স্কলারশিপ প্রদান,
গুরুচাঁদ ঠাকুর চেতনা লাইব্রেরি স্থাপন,
চেতনা বুক স্টল,
আধুনিক কথা ও সুরে 3 টি চেতনা সঙ্গীতের অ্যালবাম প্রকাশ,
চেতনা নাট্য গোষ্ঠী গঠন ও হরি-গুরুচাঁদ ঠাকুরের উপর নাটক উপস্থাপন,
হরি-গুরুচাঁদ ঠাকুর ও পঞ্চরত্ন সমগ্র প্রকাশ,
আধুনিক কথা ও সুরে চেতনা সঙ্গীতের স্বরলিপি (গানের বই) প্রকাশ,
সংগ্রামী নারী মৃণালিনী বিশ্বাসের আত্মকথা(বই) প্রকাশ,
যুগোপযোগী করে 11ই মার্চ শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ও 13ই মার্চ গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন পালন,
আধুনিক ও যুগোপযোগী করে "মতুয়া ধর্ম দর্শন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান" পালন,
বিভিন্ন জায়গায় "গুরুচাঁদ ঠাকুর সাংস্কৃতিক সন্ধ্যা" উদযাপন,
প্রতি ইংরাজি মাসের শেষ রবিবার "মাসিক বন্দনা সভা" পালন,
আধুনিক ভাবনায় শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ছবি প্রকাশ
হরিচাঁদ ঠাকুরের উপর আর্ট গ্যালারি প্রদর্শন
হরি-গুরুচাঁদ আম্বেদকর চেতনা বই মেলা।
বিজ্ঞান প্রদর্শনী।
গুরুচাঁদ ঠাকুর চেতনা স্বচ্ছ অভিযান।
website নির্মাণ।
চেতনা মশাল দৌড় প্রতিযোগিতা।
মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল মেডিকেল টিম গঠন।
পুষ্পে আবিরে হরি-গুরুচাঁদ আম্বেদকর বরণ
সর্বোপরি "গুরুচাঁদ ঠাকুর চেতনা এডুকেশন হাব" স্থাপন। (যেখানে প্রতিবছর প্রায় 200 জন ছাত্র-ছাত্রীকে WBCS, Combined, Turorial এবং কারিগরী শিক্ষার মধ্যদিয়ে সাফল্যের সিঁড়ি তৈরী করা হচ্ছে।)
এছাড়াও আরও অনেক কর্মের সর্বোক্ষনের সঙ্গী বগুলা পূর্বপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শুধাংশু কুমার বিশ্বাস। শ্রদ্ধেয় প্রধান শিক্ষক শ্রী শুধাংশু কুমার বিশ্বাস মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় গত 15 ফেব্রুয়ারি 2020 তারিখে বগুলা পূর্বপাড়া উচ্চ বিদ্যালয়ে "গুরুচাঁদ গ্রন্থাগার" এর শুভ উদ্বোধন হলো।
ধন্যবাদ জানাই এই মহান উদ্যোগকে এবং সেই সঙ্গে চেতনা মঞ্চ সর্বক্ষণ আপনার সঙ্গে আছে। আপনিও সর্বক্ষণ চেতনা মঞ্চের সঙ্গে থাকবেন, এই প্রার্থনা করি। ধন্যবাদ জানাই "গুরুচাঁদ গ্রন্থাগার" এর সকল সকল সহযোগীদের, যাদের সহযোগিতা না থাকলে স্যারের পক্ষে এই মহান উদ্যোগ নেওয়া সম্ভব হতো না। সকল চেতনা সাথীদের অভিনন্দন
It has been over many years we are walking through cultural and social movement.