কথা – সুর – পবিত্র বিশ্বাস
রাগ- ভৈরবী
তাল – কাহারবা
তুমি না এলে আলো ভরত কি দু’চোখে ;
কেটেছে আঁধার বছর হাজার , পাষাণ ছিল চাপা এ বুকে ।
সূর্য্যের তেজ নিয়ে তুমি উদ্ভাসিলে এ জগতে ,
আকশের প্রেম নিয়ে আসিলে পতিতে ।
সত্যের দিশা তুমি দেখালে ভ্রান্তজনে ,
হরিবোল দিলে তুমি মৌন মুখে ।
মানুষ হয়েও যারা পেয়েছে অবিচার ,
ছড়ালে হুংকার ফেরাতে অধিকার ।
বুদ্ধের পথ নিয়ে তুমি পুরালে তার কামনা
মতুয়ায় মুক্তি বেদবিধি যাতনা ।
শিক্ষাই দিতে পারে অজ্ঞানে চেতনা
মৃতজনে প্রাণ পাবে নব আলোকে ।।