কথা ও সুর - পবিত্র বিশ্বাস
তাল - দাদরা।
বল বল বল প্রভু , কী সুরে গাইব আমি তোমারই সে জয়গান ।
যে গান শুনে দুখের দিনে জুড়াবে মন প্রাণ ।
বল বল বল প্রভু ।
হৃদয়ের তানপুরাটা ঢেকে যায় ধুলায় ধুলায় ,
সুর হারা পাখি আজও ফেরেনি কূলায় ।
তুমি বলে দাও প্রভু কোথা খুঁজে ফিরি তারে , বেলা যে হয় অবসান ।
যে গান শুনে দুখের দিনে ..................
তোমারই স্বপ্ন-বীনায় , সরে যার তার বাঁধা সুর ,
জানি না এ পথ যাবে আরো কত দূর , আরো কত দূর ।
জাগেনি আজও যারা , তোমারও মধুর তানে ।
ভরে দাও প্রাণে প্রাণে ছন্দে গানে ।
দূর কর অবসাদ , প্রভু হরিচাঁদ , মন-বীনায় সুর কর দান ।
যে গান শুনে ........................প্রাণ ।
বল বল বল প্রভু ............।।