কথা ও সুর – পবিত্র বিশ্বাস ,
তাল –আদ্ধা / কাহারবা।
এসো হে দয়াময় প্রেমময় হরিচাঁদ ।
আকুল প্রাণ মনে , আজি এ শুভক্ষণে ,
গাহি তোমারই জয় ।
কুসুমে কুসুম রচি , গেঁথে যাই ফুল মালা ।
তোমারই ভাবনাতে কেটে যায় সারা বেলা ।
বিরাজ চরাচরে , বিশ্বভুবন পরে , সর্বজগৎময় ।
এসো এ সংসারে , আঁধার অপসারে ,
ভ্রম ভঞ্জিতে পতিত অন্তরে ।
পতিতপাবন , জগত শুভকর ,
নবালোক জ্যোতির্ময় , সত্য-সুন্দর ।
করুণাসাগর তুমি , তোমারই জয়গানে ,
মুখরিত হোক যত বিশ্বজন প্রাণে ।
মানব-বন্ধন-বিভেদ-বিমোচন , চিরতরে কর অক্ষয় ।