কথা – মতুয়া বিকাশ , সুর – পবিত্র বিশ্বাস
তাল – দাদরা
ঘরে বসে কেন সখি ? বাইরে আয়রে দেখবি নাকি ।
হরি বলে হেলে দুলে , চন্দ্র-সূর্য্য মাখামাখি ।
চলরে সবাই তারই দলে , নাচি মোরা হরি বলে ।
প্রেমানন্দে বাহু তুলে চলব সবে সখা-সখি ।।
ত্যাগরে লজ্জা ছাড়রে ভয় , দানিবে অভয় বরাভয় ,
সাথে আছে পতিত-পাবন আর আমাদের ভাবনা কী ?
ছাড়িতে কয় সে বেদের আচার , দেয় সে যুক্তি ধর্ম-বিচার ।
তার কাছে নাই জাতের বিচার সকলে যেতে মানাটা কী ?
করুণাসিন্ধু পতিত-পাবন , তার চরণে লওহে শরণ ,
প্রেম, ভক্তি করি অর্পণ , চল মতুয়া পথে থাকি ।
মনি কহে শোনো সখা – হরিচাঁদ নয় কল্প মাখা ।
উঁচায়ে ধর তার পতাকা , মতুয়া ধুলি অঙ্গে মাখি ।