কথা ও সুর – পবিত্র বিশ্বাস
তাল – দাদরা ।
আয়রে তোরা দেখবি যদি আয় ছুটে সকলে ,
পতিত জমি ভরেছে আজ সোনার ফসলে ।
করেছে আবাদ সে হরিচাঁদ মাথারই ঘাম পায় ফেলে ।
শাস্ত্রাচারের আগাছাতে ভরা ছিল এই জমি ।
যত্ন করে করলো আবাদ সবার সেরা কিষাণ-স্বামী ।।
হরি নামের দোদুল দোলায় সেই ফসলের ফল দোলে ,
পতিত জমি ভরেছে আজ সোনার ফসলে ।
সোনার ধানে ক্ষণে ক্ষণে লাগে বেদের পঙ্গপাল ।
বাঁচাতে সেই সোনার ফসল জ্বালরে সাথী জ্বাল মশাল ।।
অত্যাচারের হয়নি তো শেষ , যায়নি ঘুচে ঝড় বাদল ।
বৈদিকতার বনের পাখি চায় যে খেতে সেই ফসল ।।
আয়রে ছুটে কিষাণ জুটে , রুখতে ফসল আয় চলে ,
পতিত জমি ভরেছে আজ সোনার ফসলে ।