কথা ও সুর – পবিত্র বিশ্বাস,
রাগ – মালকোষ ,
তাল – আদ্ধা ।
দিয়েছ দিশা তুমি দুচোখে আমার ,
চিরকাল সত্যের পথে চলার ।
মানবো না হার আমি যত বাধার ,
তোমারই পথ ধরে সত্য বলার ।।
একটাই নাম বুকে সযতনে ধরে ,
যেতে হোক যাব যত দূরে ।
হরিচাঁদ নাম তার পতিত-পাবন ,
শাস্ত্র-বিধান মানা করেছে বারণ ।
বুঝে নিতে হবে আজি বেদের ছলার ।
দ্বাদশ আজ্ঞা তোমার মাথায় করে ,
করব পালন সারা জীবন ভরে ।
বিশ্ব ভরে পরস্পরে ,
যে যারে বাঁচায় সে তার ঈশ্বর ।
একটাই জাতি সব মানুষের ,
হোক না সে যতই ভিন্ন বেশের ।
ভেদাভেদ করে বেদ , শাস্ত্র বলে ,
মানুষে বিভেদ করে নানা কৌশলে ।
মতুয়ায় নেই কোনো জাতের বিচার ।