কথা- মতুয়া বিকাশ
সুর- পবিত্র বিশ্বাস
তাল – কাহারবা ।
মম মন উদ্যানে কে নাচে কে নাচে কে নাচে ?
নব দর্শন নুপুর পায় মরি হায় সে নাচে ।
মুখে গায় হরিবোল , জাগে নব প্রেম হিল্লোল ।
নর-নারী সব ধায় , সে প্রেম পবিত্রতায় ;
বেদ-বাধা ছিঁড়ে যায় – সে নব তানে ।
মনে হয় চিনি চিনি , নব বুদ্ধ এলো যিনি ।
নাচে সাম্যতায় , হায় বসুধায় ,
পতিত তারিতে এলো জন-কাননে ।
বেদ কদাচারে সে কানন , ছিলো পাষাণের পদচারণ ।
সেথা নবতর ছন্দ ফিরে পেল নব দিশায় ।
নট হরিচাঁদ নেচে যায় , এই মনে প্রাণে ।