কথা ও সুর – পবিত্র বিশ্বাস
তাল – কাহারবা ।
মাতা-পিতা গাছের গোড়া হরি গাছের ফল ।
মুর্খ যে জন গোড়া ছেড়ে শাখায় ঢালে জল ।
সবার উপর পিতা সত্য , সবার উপর মাতা ,
তুমিই শেখালে প্রভু এমন মধু কথা গো ,এমন মধু কথা ।
এই জগতের আলো দেখা মাতা পিতার সাধনায় ,
ধন্য হল জীবন আমার ঠাঁই পেয়ে সে রাঙ্গা পায় ।
মাতা-পিতার চরণ-তলে হরি-কৃপা সদাই মেলে ।
তুমিই শেখালে প্রভু শাশ্বত বারতা , এই শাশ্বত বারতা ।
যদি মাতা পিতা না গড়িত পরম যতন করি ,
এই মানব দেহ কোথায় পেতে ? কোথায় পেতে হরি গো,
কোথায় পেতে হরি ?
এমন সত্য বলে কে গো ধর্মশিক্ষা দানে ,
হরি আমার পরম নিধি শাখায় জগৎ-জনে ।
মাতা পিতার করলে সেবা , পায় যে সেবা দয়াল হরি ।
এই কথাই সত্য জেন , নয় তো অন্যথা ।
জেন , নয় তো অন্যথা ।
সবার উপর পিতা সত্য .........।।