কথা ও সুর – পবিত্র বিশ্বাস ,
তাল - কাহারবা।
জয় ভীম জয় ভীম , জয় ভীম জয় ভীম ।
মূলনিবাসীর মুক্তিদাতা জ্ঞানের তাপস তুমি আম্বেদকর ,
প্রণমি তোমায় আজি বারবার ।
সীমাহীন অপমানে ক্ষত বিক্ষত যারা ,
দিয়েছো গতি প্রাণে ছিল যারা গতি হারা।
জ্বেলেছো আগুন-শিখা চেতনার ,
ঘোচাতে দীর্ণতার অন্ধকার ।
প্রণমি তোমায় আজি বারবার ।
রাজপথে পোড়ালে মনুর সে বিধান ,
অচ্ছুতে মান দিতে কত যে অভিযান ।
নিষ্প্রভ নিদ্রিত জাতির জাগরণে ,
অবিরাম সাধনা করেছ জীবনে ।
তুমি যে আলোর জ্যোতি দুর্নিবার ,
বাবাসাহেব বি আর আম্বেদকর ।
প্রণমি তোমায় আজি বারবার।