বইটি সংগ্রহের জন্য যোগাযোগ করুনঃ Call: 9903295207.
স্বরলিপিকার -
পবিত্র বিশ্বাস ( সঙ্গীত বিশারদ )
CHETANA SANGEETER SWARALIPI
by
PABITRA BISWAS
চেতনা সঙ্গীতের স্বরলিপি
স্বরলিপিকার – পবিত্র বিশ্বাস
‘বঙ্গীয় হরি-গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ’ কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত
প্রকাশক – আলোক বার্তা প্রকাশনী
বগুলা , নদিয়া ।
প্রথম প্রকাশ – ৮ই অক্টোবর, ২০১৬
বর্ণ সংস্থাপনে – পবিত্র বিশ্বাস
প্রচ্ছদ – পবিত্র বিশ্বাস ও কৌশিক (বাংলাদেশ )
মুদ্রণে – সুভাষিনী প্রিন্টিং ওয়ার্কস্
বগুলা , নদিয়া ।
যোগাযোগ - বঙ্গীয় হরি-গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ
মোবাইল – ০৭০৭৪৪০৮৮৭৯
পবিত্র বিশ্বাস
মোবাইল – ০৯১৫৩৩১১০৪৬
অনুদান – ₹ ৬৫.০০ টাকা মাত্র ।
আনুমানিক খ্রীষ্টপূর্ব ১৫০০ অব্দে বহিরাগত আর্যরা ভারতবর্ষে অনুপ্রবেশের পর মুলনিবাসী মানব গোষ্ঠীর নিকট থেকে ক্রমশ কূটকৌশলে অর্থ, শিক্ষা, সংস্কৃতি হরণ করতে শুরু করে । একদিকে যেমন অতীত ঐতিহ্যশালী মূলনিবাসীদের গৌরবান্বিত ইতিহাস, দর্শন, সস্কৃতি হরণ করে আংশিক অদলবদল করে কাল্পনিকতার মোড়কে পরিবেশন করতে শুরু করে ; অন্যদিকে মন্ত্র-তন্ত্র-যাদু-জ্যোতিষ ভাবনাকেও সাংস্কৃতিক ধারার সঙ্গে মিশ্রণ ঘটাতে থাকে নাটকীয় ভাবে । যার অন্যতম মাধ্যম হিসাবে বেছে নেয় সঙ্গীত এবং নৃত্যকে ।
আসলে, কাল্পনিক অলৌকিক ভাবনাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিয়ে মগজে কুসংস্কারের বিষ প্রয়োগ করে চলেছে কতিপয় স্বার্থান্বেষীরা; কেউবা হয়তো অজান্তেই এর সহযোগিতা করে চলেছ । এতে অধিক পরিমানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মূলনিবাসী মানুষেরাই; যারা নিজেদের গৌরবান্বিত সংস্কৃতিকেই ভুলতে বসেছে ।
সেই অলীক কাল্পনিকতার বেষ্টনী ভেঙ্গে বাস্তববাদী মানবতার দর্শনকে ভিত্তি করে মানব জাতির আলোর দিশারী মহামানব হরিচাঁদ ঠাকুর , মহান শিক্ষাবিদ গুরুচাঁদ ঠাকুর , ডঃ বি আর আম্বেদকর ও মূলনিবাসী মনীষীদের ভাবনা চিন্তা প্রসারের উদ্দ্যেশ্যে ইতিমধ্যেই ‘বঙ্গীয় হরি-গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ’ আধুনিক যূগোপযোগী কথায় ও সুরে ‘চেতনা সঙ্গীতে’র দুটি অ্যালবাম প্রকাশ ও চেতনা সঙ্গীতে নৃত্য ‘চেতনা নৃত্য’ জনসমক্ষে উপস্থাপন করেছে । আর এই ‘চেতনা সঙ্গীত’ ও ‘চেতনা নৃত্যে’র ব্যাপক জনপ্রিয়তায় , মানুষের আগ্রহ ও চাহিদায় চেতনা সঙ্গীতের স্বরলিপি অতিদ্রুততার সঙ্গে প্রকাশ করতে হল । মানবতাবাদী সঙ্গীত পিপাসুদের ভালো লাগলে আমরা অনুপ্রেরণা পাবো ।
নিবেদক
রতন বিশ্বাস ( শিক্ষক )
কার্যকরী সম্পাদক
‘বঙ্গীয় হরি-গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ’
হয়তো এ আমার ধৃষ্টতা । গানের স্বরলিপি করতে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছি সমুদ্রে গিয়ে সমুদ্র দেখা আর ঘরে বসে টিভিতে সমুদ্র দেখা এক অনুভূতির নয় । অর্থাৎ, স্বরলিপি দেখে গান গাওয়া আর স্বরলিপি নির্মান করার মধ্যে অনেক ফারাক । যদিও প্রায় সব গানের সুর এবং অধিকাংশ গানের কথা আমার নিজের । কিন্তু, সে তো মনের থেকে, বোধের থেকে উঠে আসা; সেই সুরকে অক্ষরে রূপ দেওয়া বড় ঝক্কির । তবুও, পিছিয়ে রাখা সমাজকে কিছু দিতে হবে, নিদ্রিত সমাজ কে জাগাতে হবে, ঠাকুর হরিচাঁদ-গুরুচাঁদের মহান মানবতাবাদী বিশ্বমানের দর্শনকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে, মূলনিবাসী মহামানবদের কথা সকল মূলনিবাসীর কাছে পৌঁছেদিতে হবে, আমাদের নিজস্ব সংস্কৃতি নির্মাণ করতে হবে; শুধুমাত্র এই তাড়নায় এই দুঃসাহসিকতা দেখানোর চেষ্টা করেছি । পাশাপাশি ‘বঙ্গীয় হরি-গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চে’র সকল সদস্যের উৎসাহ এবং সহযোগিতায় জন্ম হয়েছিল ‘চেতনা সঙ্গীতে’র । আর এঁদেরই অনুপ্রেরণা এবং তাগাদায় সেই সঙ্গে অসংখ্য চেতনা সঙ্গীত-প্রেমীদের অনুরোধে বেশ পরিশ্রম করে প্রথম বার ‘চেতনা সঙ্গীতের স্বরলিপি’ নির্মানের প্রয়াস করেছি এবং নিজের অপটু হাতেই প্রচ্ছদের চিত্র অঙ্কন এবং অক্ষর বিন্যাস । এক্ষেত্রে আমাকে ইন্টারনেটের মাধ্যমে আন্তরিক সহযোগিতা করেছে ভ্রাতৃ-প্রতিম কৌশিক রায় (বাংলাদেশ )। আমি উপরিউক্ত সকলকেই ধন্যবাদ জানিয়ে তাঁদের মহানুভবতাকে ছোট করতে চাই না । এঁদের কাছে শুধু প্রত্যাশা রাখি এরকম মহতী শুভ ভাবনা থেকে আরো নব নব সৃষ্টি হোক; আরো প্রতিভা মূলনিবাসীদের গৌরবের সংস্কৃতিকে সমৃদ্ধ করুক ।
সব ক্ষেত্রেই অদক্ষতার কারণে কিছু অনিচ্ছাকৃত ত্রুটি থেকে যেতে পারে, তাকে সংশোধন এবং সমৃদ্ধ করে তোলার জন্য আপনাদের সহৃদয় পরামর্শ ও মতামত জানালে অনুপ্রেরণা পাবো ।
বিনীত – পবিত্র বিশ্বাস
চলদ্ভাষ – 9153311046
উৎসর্গ
মানবতাবাদী সঙ্গীত-প্রেমী’দের ।