কথা – সুষেণ বিশ্বাস
সুর – পবিত্র বিশ্বাস
তাল- দাদরা
ধ্বনিয়া উঠিছে ভুবন মাঝে , নিজেরে ধন্য মানি
প্রভু , তোমার অমৃত বানী ।
পতিতে করিতে গৌরব দান তুমি এলে হে পতিত-পাবন ।
হৃদয়ের সব ভালবাসা দিয়ে বুকেতে নিলে হে টানি ।
বেদের বিধান ছুঁড়িয়া ফেলিয়া পতিতেরে দিলে মান ।
জগতের যত অপমানিতেরে দানিলে যে নব প্রাণ ।।
দিশেহারা মোরা যত নরনারী , দেখালে সুপথ হইয়া দিশারি ।
নবচেতনায় ভরিয়ে দিলে জীর্ণ তনু খানি ।