কথা ও সুর – পবিত্র বিশ্বাস
তাল – দাদরা / ঝুমুর ।
হো ও ও , আ – হা – আ আ আ ।
আমার সোনার হরিচাঁদ ।
ব্রজ নাটু সাথে নাচে সোনার হরিচাঁদ ।
কস্তুরী ফুল গলায় দোলে , রত্নডাঙ্গার বিলের কূলে ,
বালক সখা সাথে নাচে সোনার হরিচাঁদ ।
আমার সোনার হরিচাঁদ , বিশু নাটু সাথে নাচে সোনার হরিচাঁদ ।
ও- ও- ও- জলতরঙ্গে বাতাস নাচে ,নীল আকাশের বুকের মাঝে ,
দীপ্তপ্রাণে মনের সুখে সূর্যসোনা হাসে ।
আপন মনে সব রাখালে , ঘুরে ঘুরে বাহু তুলে ,
খুসির স্রোতে হেসে খেলে প্রেমানন্দে ভাসে ।
দেখবি যদি আয় চলে আয় সব কিছু আজ ফেলে ।
নতুন খেলায় মেতেছে ওই ভাঙ্গল খুশির বাঁধ ।
খেলার নেশায় মাতে রাখাল দল ,
এ খেলাতে নেই কোনও হার , নেই কোনও তায় ছল ।
ও- ও- ও- প্রেমের ঠাকুর হরিচাঁদে , সেজেছে আজ রাজার সাজে ,
করতে শাসন এ জগতে রাজার রাজা হয়ে ।
নতুন খেলায় মাতবি যদি , পরশ পেতে সেই বারিধি ,
হরি নামে মন মজাতে বেলা যে যায় বয়ে ।
যাবি যদি আয় চলে আয় , সেই না রাজার দেশে ।
হৃদয়-রাজার রূপ দেখে আজ মেটাই মনের সাধ ।