কথা – বিকাশ বিশ্বাস মতুয়া ,
সুর – পবিত্র বিশ্বাস ,
তাল – তেওড়া ।
বাজে বাজে বাজেরে জয় ডঙ্কা বাজেরে ।
তু কাহা, তু কাহা মন মেরা হরি বলেরে ।।
মধুর মৃদঙ্গ বাজে , বাজে ঢোল টিকারা ,
প্রাণ আমার সে ধ্বনিতে হয় যে পাগলপারা ।
সব ছেড়ে মন আমার সেই দিকেতে চলেরে ।
তু কাহা.....................।।
হরিনামে বাজে ঢোল , বোল তুলে সে হরিবোল ।
বাজে সাথে করতাল , ভক্ত করে তালিতাল ।
প্রেমানন্দে নরনারী ঘুম ঘুমকে নাচেরে ।
তু কাহা...............।।
সভাতে বসিয়া হরি – নববুদ্ধ রূপ ধরি;
তরুণ অরুণ সম , জ্ঞানালোতে দেয় যে ভরি ।
তনুমন চাহে রে পরশ তার লভিবারে ।।