আমদানিকারকগণকে মহাপরিচালক বরাবর আবেদন করতে হয়। আমদানিকারকের রিপোর্ট/ আবেদনের প্রেক্ষিতে কোন দেশ থেকে পণ্য আমদানি করা হচ্ছে তার কাগজপত্র যাচাই করা হয়। অতঃপর আমদানি পণ্য দেশের পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব ফেলবে কিনা তা যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ, ল্যাবরেটরিতে নমুনার অণুজীব এবং রাসায়নিক পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আমদানিকৃত পণ্যের জন্য অনাপত্তি সনদ প্রদান করা হয় অথবা সনদ প্রদান সম্ভব না হলে আবেদনকারীকে বাতিলের অবগতিপত্র প্রেরণ করা হয়।
সর্বোচ্চ ২০ দিন
ল্যাব টেস্ট ফি= ১৫০০/- থেকে ১০,০০০/- (সকল ফি এর সাথে ১৫% ভ্যাট প্রযোজ্য)
মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন, রমনা, ঢাকা
উপ-পরিচালক (মান নিয়ন্ত্রণ), প্রধান মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ল্যাব), অফিস সহকারী
আবেদন ফরম, ল্যাব টেস্ট রিপোর্ট, প্রোফর্মা ইনভয়েস, এলসি পেপার, লাইসেন্স ডকুমেন্টস, টেকনিক্যাল ডাটা শীট
মৎস্য খাদ্য বিধিমালা, ২০১১
মৎস্য ও মৎস্যজাত দ্রব্য আমদানিসংক্রান্ত নীতিমালা
মহাপরিচালক