সাধারণ কৃষককে বাপাউবো সেচ প্রকল্পের উপকৃত কৃষকদের সমন্বয়ে গঠিত পানি ব্যবস্থাপনা গ্র“পের সভাপতি বরাবর নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করতে হয়। পানি ব্যবস্থাপনা গ্র“প উক্ত আবেদনটি যাচাই-বাছাই করে পানির প্রয়োজনীয়তা বিচার করে আবেদনকারী কৃষককে সেচের পানি নির্ধারিত সময়ে প্রদান করা হয়। কৃষকের অতিরিক্ত পানির জন্য অতিরিক্ত ফি প্রদান করতে হবে। আদায়কৃত অর্থ সুবিধাভোগী সংগঠনের সাথে আলোচনাক্রমে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় নির্বাহ করা হয়।
• ক্দাপ্তরিক কার্যক্রম- ৩০-৩৫ দিন
• সেচ পরিচালনা- সেচ মৌসুমে দৈনিক
সংগঠনের নির্ধারিত ফি প্রদান
বাপাউবো সেচ প্রকল্পের উপকৃত কৃষকদের সমন্বয়ে গঠিত পানি ব্যবস্থাপনা সংগঠনের মাধ্যমে
১. নির্বাহী প্রকৌশলী ২. উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা ৩. সম্প্রসারণ অফিসার ৪. সহকারী সম্প্রসারণ অফিসার ৫. সম্প্রসারণ উপ-পরিদর্শক
প্রয়োজন নেই
১. বাংলাদেশ পানি আইন, ২০০০
২. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সেচ সার্ভিস চার্জ আরোপ ও আদায় প্রবিধানমালা, ২০০৩
৩. অংশগ্রহণমূলক পানি ব্যবস্থাপনা নির্দেশিকা, ২০০০
১. বাংলাদেশ পানি আইন, ২০০০
২. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সেচ সার্ভিস চার্জ আরোপ ও আদায় প্রবিধানমালা, ২০০৩
৩. অংশগ্রহণমূলক পানি ব্যবস্থাপনা নির্দেশিকা, ২০০০
সংশ্লিষ্ট আঞ্চলিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী