নতুন বিদ্যুৎ সংযোগ পেতে হলে গ্রাহককে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট ফি জমা দিয়ে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করতে হয়। পরবর্তীতে আবেদন ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করে সন্তোষজনক হলে নির্বাহী/উপ-বিভাগীয়/সহকারী/উপ-সহকারী/আবাসিক প্রকৌশলী কর্তৃক সরজমিনে মাঠ সার্ভে করা হয়। মাঠ সার্ভে সন্তোষজনক হলে আবেদনটি অনুমোদন করে ডিমান্ড নোট প্রদান করা হয়। অতঃপর গ্রাহক ব্যাংকে টাকা জমা দেওয়ার পর নির্ধারিত মিটার প্রদানকরত বিউবোর কারিগরি দল গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করে থাকে।
১-৬ মাস
নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন ফি: • সিঙ্গেল ফেইজ ২৩০ ভোল্টের জন্য (তার-২)- ১৫.০০ টাকা • থ্রি-ফেইজ ৪০০ ভোল্টের জন্য- ১৫.০০টাকা • থ্রি-ফেইজ ১১০০০ ভোল্টের জন্য- ২৫০.০০টাকা • অস্থায়ী: ৪০০/২৩০ ভোল্ট এর জন্য - ২৫০.০০টাকা • ১,৩২,০০০/৩৩,০০০ ভোল্ট এর জন্য - ১০০০/৫০০.০০টাকা নতুন বিদ্যুৎ সংযোগের জামানতের পরিমাণ: • সিঙ্গেল ফেইজ আবাসিক ও বাণিজ্যিক সংযোগের জন্য প্রতি কি.ও. ৩৭৫.০০ টাকা • থ্রি ফেইজ আবাসিক ও বাণিজ্যিক সংযোগের জন্য প্রতি কি.ও. ৫৫০.০০ টাকা • থ্রি ফেইজ সেচ অনাবাসিক ও ক্ষুদ্র শিল্পের সংযোগের জন্য প্রতি কি.ও. ৬০০.০০ টাকা • ১১০০০ ও উচ্চ ভোল্টে সংযোগের জন্য প্রতি কি.ও. ৬০০.০০ টাকা
বিতরণ বিভাগ/বিক্রয় ও বিতরণ বিভাগ/ইএসইউ এর দপ্তর
বিদ্যুৎ বিভাগ/চেয়ারম্যান/সদস্য, বিতরণ/প্রধান প্রকৌশলী/তত্ত্বাবধায়ক প্রকৌশলী/ নির্বাহী প্রকৌশলী/আবাসিক প্রকৌশলী
সংযোগ গ্রহণকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি
জমির মালিকানা দলিলের সত্যায়িত কপি
সিটি কর্পোরেশন/নগর উন্নয়ন কর্তৃপক্ষ/স্থানীয় পৌরসভা কর্তৃপক্ষ কর্তৃক বাড়ির অনুমোদিত সত্যায়িত নক্সা সিটি কর্পোরেশন/নগর উন্নয়ন কর্তৃপক্ষ/স্থানীয় পৌরসভা কর্তৃপক্ষ কর্তৃক নামজারিসহ হোল্ডিং নম্বরের সত্যায়িত কপি
লোড চাহিদার পরিমাণ
জমি/ভবনের ভাড়ার দলিল (প্রযোজ্য ক্ষেত্রে)
ভাড়ার ক্ষেত্রে মালিকের সম্মতিপত্রের দলিল
পূর্বের কোনো সংযোগ থাকলে ঐ সংযোগের ও সর্বশেষ পরিশোধিত বিলের কপি
অস্থায়ী সংযোগের ক্ষেত্রে বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে)
বৈধ লাইসেন্সধারী কর্তৃক প্রদত্ত ইনস্টলেশন টেস্ট (ওয়্যারিং) সাটিফিকেট। ট্রেড লাইসেন্স
সংযোগ স্থানের নির্দেশক নক্সা
শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের নিমিত্ত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন
পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্লান্ট স্থাপন (শিল্পের ক্ষেত্রে)/স্ট্যাটিক ক্যাপাসিটর/অন্যান্য (প্রযোজ্য ক্ষেত্রে)
সার্ভিস লাইনের দৈর্ঘ্য ১০০ ফুটের বেশি হবে না
বহুতল আবাসিক ভবন/বাণিজ্যিক ভবন নির্মাতা ও মালিকের সাথে ফ্লাট মালিকের চুক্তিনামার কপি
সোলার প্যানেল স্থাপনের সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
৫০ কি.ও. এর ঊর্ধ্বে গ্রাহকের ক্ষেত্রে যেসব দলিলাদি দাখিল করতে হবে:
সিটি কর্পোরেশন/পৌরসভা অথবা হাউজিং কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত বাড়ির নক্সা/লে-আউট প্ল্যান (উপ-কেন্দ্রের লে-আউট প্ল্যান) এর সত্যায়িত কপি
সিঙ্গেল লাইন ডায়াগ্রাম
উপকেন্দ্রের স্থাপিত সব যন্ত্রপাতির স্পেসিফিকেশন ও টেস্ট রেজাল্ট এবং বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর থেকে প্রদত্ত উপকেন্দ্রসংক্রান্ত ছাড়পত্র।
মিটারিং কক্ষের নক্সা অবশ্যই বিউবোর অনুমোদিত নক্সা অনুযায়ী হতে হবে, যা সংশ্লিষ্ট এনার্জি অডিটিং ইউনিট বিভাগ কর্তৃক নিশ্চিত করতে হবে।
বৈধ জায়গা/স্থাপনার মালিক/ভাড়াচুক্তি ও মালিকের ছাড়পত্র
বিদ্যুৎ আইন [Electricity Act-1910, As Amendment -2006],
Commercial Operation Procedure বিদ্যুৎ মূল্য হার ও নিয়মাবলি-১৯৭৯
চেয়ারম্যান/সদস্য বিতরণ/প্রধান প্রকৌশলী/তত্ত্বাবধায়ক প্রকৌশলী/নির্বাহী প্রকৌশলী/আবাসিক প্রকৌশলী।