সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ
সংশ্লিষ্ট ফলদ ও ঔষধি বৃক্ষের চারা/কলম/বীজ উৎপাদন, জার্মপ্লাজম সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে ইউএও/এএও/এইও/এসএএও-দের প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণের জন্য নার্সারি মালিক/কৃষক নির্বাচন করা হয়।
ফলদ ও ঔষধি বৃক্ষের চারা/কলম/বীজ উৎপাদন, জার্মপ্লাজম সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে ব্লক/মাঠ পর্যায়ে নার্সারি মালিক/কৃষকদের পরামর্শ ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়। ইউএও কার্যালয়ে ও মাঠ পর্যায়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান শেষে চারা/উপকরণ বিতরণ করা হয়। উন্নতজাতের দেশি ও বিদেশি ফলদ ও ঔষধি বৃক্ষের জাত সংরক্ষণের নিমিত্তে মাতৃগাছের বাগান সৃজন করা এবং কৃষকদের মাঝে উন্নতজাতের মানসম্মত চারা/কলম/সরবরাহ করা হয়।
৬-৭ দিন
ফি ২০ - ৫০০ টাকা
উদ্যানতত্ত্ব কেন্দ্র
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
• উপজেলা কৃষি কর্মকর্তা
• অতিরিক্ত কৃষি কর্মকর্তা
• কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
• সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
• SAAO
প্রয়োজন নেই
প্রকত কৃষক হতে হবে
কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল ও কৃষি সম্প্রসারণ নীতিমালা এবং নার্সারি গাইড লাইন-২০০৮
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর