উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি কর্তৃক নির্বাচিত গ্রামে ইউনিয়ন সমাজকর্মী/কারিগরি প্রশিক্ষক কর্তৃক পরিবার জরিপসম্পন্ন করে ক ও খ গ্রুপভুক্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে কর্মদল গঠন ও প্রশিক্ষণ প্রদানের পর প্রত্যেক দলীয় সদস্যকে ২০টি সামাজিক কার্যক্রম অবহিত ও অভ্যস্ত করানো হয়। অতঃপর গ্রাম কমিটি বা কর্মদল হতে প্রস্তাবিত ঋণপ্রার্থীদের আবেদনপত্র স্কীম যাচাই-বাছাইপূর্বক খসড়া তালিকা সংশ্লিষ্ট সমাজকর্মী/কারিগরি প্রশিক্ষক সমাজসেবা কার্যালয়ে দাখিল করেন এবং আদায়কৃত সঞ্চয় প্রকল্প গ্রাম বা কর্মদলের ব্যাংক হিসাবে জমা করেন। প্রস্তুতকৃত খসড়া তালিকা, আবেদন ফিল্ড সুপারভাইজার কর্তৃক পরীক্ষান্তে ও স্কীমের সম্ভাব্যতা যাচাই করে সুপারিশসহ উপজেলা সমাজসেবা অফিসারের নিকট দাখিল করেন। অতঃপর উপজেলা সমাজসেবা অফিসার ইউপিআইসির সভায় আবেদনপত্র ও স্কীম অনুমোদনের ব্যবস্থা করেন। অবশেষে স্থান, তারিখ নির্ধারণ করে নির্বাচিত ঋণগ্রহীতাদের আনুষ্ঠানিকভাবে ঋণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর ইউপিআইসি সভায় অনুমোদনের ৩০ দিনের মধ্যে ঋণ বিতরণ করতে হবে। (সম্ভাব্য সময় ৩-৫ মাস)
বিনামূল্যে
উপজেলা সমাজসেবা অফিস
১. উপজেলা সমাজসেবা কর্মকর্তা ২. ফিল্ড সুপারভাইজার ৩. ইউনিয়ন সমাজকর্মী ৪. কারিগরি প্রশিক্ষক
নির্ধারিত ফরমে আবেদন, পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্ব সনদ/জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র
নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা, যিনি:
১. আর্থ-সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভুক্ত পল্লী সমাজসেবা কার্যক্রমের কর্মদলের সদস্য/ সদস্যা
২. সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও অন্যান্য সেবাপ্রাপ্তির জন্য ক ও খ শ্রেণিভুক্ত দরিদ্রতম ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ৫০,০০০/- হতে ৬০,০০০/- পর্যন্ত
৩ সুদমুক্ত ক্ষুদ্রঋণ ব্যতীত অন্যান্য সেবাপ্রাপ্তির জন্য ‘গ’ শ্রেণিভুক্ত ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ৬০,০০০ হাজার টাকার ঊর্ধ্বে
পল্লী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা (৩য় সংস্করণ)
ক গ্রুপঃ যাদের পারিবারিক গড় আয় ৫০,০০০/- পর্যন্ত
খ গ্রুপঃ যাদের পারিবারিক গড় আয় ৫০,০০১/- থেকে ৬০,০০০/- পর্যন্ত
গ গ্রুপঃ যাদের পারিবারিক গড় আয় ৬০,০০১/- ঊর্ধ্বে
গ গ্রুপভুক্ত পরিবার ঋণ সুবিধা ব্যতীত অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন
১. উপজেলা নির্বাহী অফিসার ২. উপ-পরিচালক, সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়