উন্নত জাতের দেশি ও বিদেশি ফুল, সৌন্দর্যবর্ধক গাছ এবং বনজ ও ফলদ বৃক্ষের বাগান সৃজনে কৃষকদের নিকট চারা সহজলভ্য করতে নার্সারি ব্যবসায়ী/চারা উৎপাদক ও বিক্রেতাদের সার্টিফিকেট প্রদান করা হয়। এজন্য নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করা হয়-
আবেদনকারী কর্তৃক নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। যাচাইয়ের জন্য কর্মকর্তা মনোনয়ন করে সরকারি নীতিমালা মোতাবেক এইও কর্তৃক আবেদনকারীর নার্সারি/চারা বিক্রেতার দোকান পরিদর্শন ও যাচাই করে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করা হয়। ইউএও উক্ত সুপারিশসহ প্রস্তাব পুনরায় জেলা অফিসে প্রেরণ করেন। ডিডি কর্তৃক অনুমোদন ও সার্টিফিকেট ইস্যু করে উপজেলাতে প্রেরণ করা হয়। পরবর্তীতে উপজেলা থেকে আবেদনকারীকে সার্টিফিকেট সরবরাহ করা হয়।
৫-৬ দিন
৫০০/- টাকা
জেলা পর্যায়ের কৃষি অফিস
১. উপজেলা কৃষি কর্মকর্তা
২. অতিরিক্ত কৃষি কর্মকর্তা
৩. কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৪. সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৫. SAAO
প্রয়োজন নাই
নার্সারি ব্যবসায়ীদের/চারা উৎপাদক ও বিক্রেতা
কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল ও কৃষি সম্প্রসারণ নীতিমালা এবং নার্সারি গাইড লাইন-২০০৮
উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর