১. গবাদি প্রাণীর মালিক নির্দিষ্ট স্থানে হাঁস-মুরগির টিকা প্রদানের জন্য আবেদন করবেন। মূল্য আদায়ের পর টিকা প্রদান করা হয়। প্রতি সপ্তাহে একদিন উপজেলা প্রাণী হাসপাতালে হাঁস-মুরগির টিকা প্রদান হয়ে থাকে।
২. সেবাকর্মীর মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকায় চাহিদা মোতাবেক টিকা প্রদান করা হয়ে থাকে।
৩. সরকারি/বেসরকারি খামারসমূহে রুটিনমাফিক টিকা প্রদান করা হয়।
১-৭ দিন
১. বাচ্চা রাণীক্ষেত রোগ-০.১৫ টাকা প্রতি মাত্রা টিকার সরকারি মূল্য
২. বড় রাণীক্ষেত রোগ- ০.১৫ টাকা প্রতি মাত্রা টিকার সরকারি মূল্য
৩. ফাউল কলেরা- ০.৩০ টাকা প্রতি মাত্রা টিকার সরকারি মূল্য
৪. ডাকপ্লেগ রোগ- ০.৩০ টাকা প্রতি মাত্রা টিকার সরকারি মূল্য
উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল
ইউএলএ, ভিএফ এ
ভ্যাক্সিনের মূল্য তালিকা
অসুস্থ পশুকে টিকা দেওয়া যাবে না
১। পশুরোগ আইন, ২০০৫
২। প্রাণিরোগ নীতিমালা, ২০০৮
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা