ইভ টিজিং, মোবাইল ফোনে উত্যক্তকরণ, বা হুমকি প্রদান ইত্যাদি ঘটনার প্রেক্ষিতে অফিসার ইনচার্জ বরাবর বিস্তারিত বর্ণনা দিয়ে আবেদন করতে হয়। ডিউটি অফিসার আবদনের প্রেক্ষিতে সাধারণ ডায়েরি করেন এবং ওসি’র নিকট বিষয়টি উথ্থাপন করেন। ওসি তাৎক্ষণিক ঘটনা স্থলে যাওয়ার জন্য এসআই/ এএসআই-কে নির্দেশ দেন। মোবাইল ফোনে উত্যক্ত করার বিষয়টি উদঘাটনের জন্য প্রয়োজনে টেকনোলজি ব্যবহারসহ মোবাইল অপারেটরের সহায়তা গ্রহণ করা হয়। এভাবে অপরাধীদের আইনের আওতায় আনা হয়।
১ ঘণ্টা থেকে ২/৩ দিন পর্যন্ত
বিনামূল্যে
থানা
ওসি, এসআই/ এএসআই
আবেদনপত্র
অফিসার ইনচার্জ বরাবর আবেদন করতে হয়
১. সিআরপিসি -১৮৯৮/১০৭ ধারা
২. দণ্ডবিধি/১৮৬০/৫০৬, ৩৮৭, ৩৮৬, ৩৮৫ ধারা
৩. পিআরবি-১৯৪৩/৩৭৭
সাকের্ল এ এস পি