মাদক অপরাধের কোনো গোপন সংবাদ পাওয়া গেলে তা যদি সঠিক হয় তাহলে সাথে সাথে অভিযান পরিচালনা করা হয়। সঠিক না হলে তা নজরদারিতে রাখা হয় এবং পরবর্তীতে তা যাচাই-বাছাই করে যদি সঠিক হয় তখন অভিযান পরিচালনা করা হয়।
৪ মাস সর্বোচ্চ
কোনো ফি লাগে না
১. উপ-আঞ্চলিক কার্যালয়
২. সার্কেল অফিস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্ষেত্রে:
১. উপ-পরিচালক/সহকারী পরিচালক
২. তত্ত্বাবধায়ক
৩. পরিদর্শক
৪. উপ-পরিদর্শক
৫. সহকারী পরিদর্শক
৬. সিপাই
প্রয়োজন নেই
মাদক অপরাধের সংবাদটি সঠিক হতে হবে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ফৌজাদারি কার্যবিধি, সাক্ষ্য আইন, পিআরবিসহ সংশ্লিষ্ট বিধিবিধান
সংশ্লিষ্ট অঞ্চলের অতিরিক্ত পরিচালক