এসএএ কৃষক কর্তৃক ব্লকের বিভিন্ন প্লট থেকে মাটির নমুনা সংগ্রহপূর্বক পরীক্ষা করে ইউএও কর্তৃক নমুনা পরীক্ষার ফলাফল ব্লকের সংশ্লিষ্ট এসএএও-কে অবহিত করা হয়। পরবর্তীতে এনএসএএও কর্তৃক মাটির নমুনা পরীক্ষার ফলাফল ব্লকের চাষিদের জানানো হয়। মাটির নমুনা/রোগ, পোকার নমুনা সংগ্রহ পদ্ধতি বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং কৃষকদের নিকট থেকে মাটির/রোগ পোকার নমুনা গ্রহণ করে উপজেলা/জেলা পর্যায়ে নমুনা পরীক্ষা করা হয়। বিশেষ ক্ষেত্রে নমুনা মৃত্তিকা গবেষণাগারে/কৃষি গবেষণাগারে প্রেরণ করা হয়ে থাকে। মাটি পরীক্ষার মাধ্যমে ফসলভিত্তিক সুপারিশমালা প্রণয়নপূর্বক সয়েল হেলথ কার্ড প্রদান এবং মৃত্তিকা পরীক্ষার ফলাফল অনুযায়ী জমিতে সুষম সার প্রয়োগের পরামর্শ দেওয়া হয়।
৬-১০ দিন
বিনামূল্যে
উপজেলা/জেলা পর্যায়ের কৃষি অফিস
১. উপজেলা কৃষি কর্মকর্তা
২. অতিরিক্ত কৃষি কর্মকর্তা
৩. কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৪. সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৫. SAAO
প্রয়োজন নেই।
প্রকৃত কৃষক হতে হবে।
নিউ এগ্রিকালচারাল এক্সটেনশন পলিসি (NAEP)
উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে