প্রকল্প সদর দপ্তর কর্তৃক ইউনিয়ন সংখ্যা নির্ধারণ এবং গ্রাম বাছাই কমিটি কর্তৃক গ্রাম বাছাইপূর্বক কার্যক্রম শুরু হয়। সদরদপ্তর কর্তৃক নির্ধারিত এবং উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন ট্যাগ অফিসারের নেতৃত্বে উপকারভোগী বাছাই কমিটি দ্বারা বাছাইকৃত প্রতিটি গ্রাম হতে উপকারভোগী জরিপ এবং বাছাইসম্পন্ন শেষে প্রতি ওয়ার্ডে একটি করে সমিতি গঠন করা হয়। সমিতির সকল সদস্যের পছন্দানুসারে সমিতির একজন ম্যানেজার ও একজন সভাপতিসহ ১১জনের একটি কার্যকরী কমিটি গঠিত হয়। উক্ত কমিটি দ্বারা পরবর্তীতে সমিতি পরিচালিত হয়। এরপর সমিতির সকল সদস্য মাসে সর্বোচ্চ ২০০ টাকা সঞ্চয় জমা করলে সরকার কর্তৃক সম-পরিমাণ উৎসাহ সঞ্চয় প্রদান করা হয় এবং প্রতি সমিতিতে বছরে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) ঘূর্ণায়মান ঋণ তহবিল প্রদানের মাধ্যমে সমিতির স্থায়ী তহবিল গঠন করা হয়। গঠিত তহবিল হতে সমিতির সদস্যরা সহজ শর্তে ঋণ নিয়ে তাদের ভাগ্য উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন আয়বর্ধক প্রকল্প হাতে নিতে পারে এবং প্রকল্পের আয় হতে ঋণ পরিশোধ করে পুনরায় বর্ধিত আকারে ঋণ গ্রহণ করে। উল্লেখ্য, সরকার কর্তৃক সমিতিতে প্রদত্ত স্থায়ী তহবিল আর ফেরত নেওয়া হয় না। সমিতির স্থায়ী তহবিল হিসেবে তা গণ্য হয়। সমিতির তথা প্রকল্পের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে এবং অর্থনৈতিক স্বচ্ছতার লক্ষ্যে আর্থিক সকল লেনদেন অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পরিচালিত হয়।
৬ মাস
প্রয়োজন নেই
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যালয়
১. উপজেলা নির্বাহী অফিসার ২. উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ৩. উপজেলা সমন্বয়কারী, এবাএখা
১. ছবি
২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/জন্ম নিবন্ধন সনদ
১. বাছাইকৃত গ্রামের বাসিন্দা
অগ্রাধিকার-১: গরিব পরিবার (মহিলা পরিবার প্রধান: ০ থেকে ৫০ শতক জমির মালিক)
অগ্রাধিকার-২: গরিব পরিবার (পুরুষ পরিবার প্রধান: ০ থেকে ৩০ শতক জমির মালিক)
অগ্রাধিকার-৩: গরিব পরিবার (পুরুষ পরিবার প্রধান: ৩১ শতক থেকে ৫০ শতক জমির মালিক)
অগ্রাধিকার-৪: চরাঞ্চল/পাহাড়ি এলাকার গরিব পরিবার (সর্বোচ্চ ১.০০ (এক) একর জমির মালিক)
একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন নির্দেশিকা
জেলা প্রশাসক