আশ্রয়ণ বা আবাসন প্রকল্পের আওতায় পুনর্বাসিত পরিবারসমূহকে স্বাবলম্বী করার নিমিত্ত সংশ্লিষ্ট মাঠকর্মীর মাধ্যমে ৩০টি সামাজিক কার্যক্রম অবহিতকরণসহ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উদ্বুদ্ধ করে তোলা হয়। অতঃপর সংশ্লিষ্ট মাঠকর্মী আগ্রহী ঋণপ্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাইপূর্বক প্রস্তাবনা তালিকা প্রণয়ন করেন এবং আদায়কৃত দলীয় সঞ্চয় ব্যাংকে জমা করেন। দাখিলকৃত প্রস্তাবনা ফিল্ড সুপারভাইজার যাচাই-বাছাই অন্তে সুপারিশসহ ঋণগ্রহীতাদের খসড়া তালিকা প্রস্তুত করেন। অতঃপর উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটির (পিআইসি) সভার আয়োজন করে ঋণ মঞ্জুরীর অনুমোদন করান।এ সেবার আওতায় দাখিলকৃত স্কীমানুসারে জনপ্রতি ৫,০০০/- হতে ১৫,০০০/- পর্যন্ত ৮% সার্ভিস চার্জে ঋণ প্রদান করা হয়। অতঃপর ঋণের চেক/টাকা বিতরণের স্থান, তারিখ নির্ধারণ করে নির্বাচিত ব্যক্তিদের অবহিত করে ঋণ বিতরণ করা হয়।
নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর ইউপিআইসি সভায় অনুমোদনের ৩০ দিনের মধ্যে ঋণ বিতরণ করতে হবে। (সম্ভাব্য সময় ১-৩ মাস)
বিনামূল্যে
৫৭টি জেলার ১৮১টি উপজেলা সমাজসেবা অফিস
১. উপজেলা/শহর সমাজসেবা কর্মকর্তা ২. ফিল্ড সুপারভাইজার ৩. ইউনিয়ন/পৌর সমাজকর্মী ৪. কারিগরি প্রশিক্ষক
১. নির্ধারিত ফরমে আবেদন
২. পাসপোর্ট সাইজের ছবি
৩. নাগরিকত্ব সনদ/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ
১. নির্বাচিত আবাসন/আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা হতে হবে
২. কেন্দ্রের সমিতির সদস্য হতে হবে
১. আবাসন/আশ্রয়ণ নিবাসীদের ঋণ প্রদান নীতিমালা
২. আবাসন/আশ্রয়ণ নিবাসীদের প্রশিক্ষণ নীতিমালা
১. উপজেলা নির্বাহী অফিসার ২. উপ-পরিচালক ৩. জেলা প্রশাসক