পুলিশ কর্তৃক ধৃত/আটককৃত ভবঘুরে ব্যক্তিদেরকে প্রথমে আদালতে ননএফআইআরের মাধ্যমে উপস্থাপন করা হয়। অতঃপর আদালত কর্তৃক ভবঘুরে হিসেবে ঘোষিত প্রেরিত ব্যক্তিদেরকে সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্রে রাখা হয়। ভবঘুরে নিয়ন্ত্রক কর্তৃক শ্রেণি অনুযায়ী নির্ধারিত আশ্রয়কেন্দ্রে প্রেরণ করা হয়। আশ্রয়কেন্দ্রে অবস্থিত ব্যক্তিদের ভরণ-পোষণ, প্রশিক্ষণ, শিক্ষা, কাউন্সিলিং এর মাধ্যমে স্বনির্ভর করে পারিবারিক ও সামাজিকভাবে পুনর্বাসন করা হয় ।
আদালতের নির্দেশনার আলোকে
বিনামূল্যে
সরকারি আশ্রয় কেন্দ্র
সহকারী পরিচালক/উপ-সহকারী পরিচালক
আদালতের আদেশনামা
আদালতের নির্দেশনা
ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন)আইন, ২০১১
১. ভবঘুরে নিয়ন্ত্রক ২. উপ-পরিচালক (ভবঘুরে কার্যক্রম) ৩. পরিচালক (প্রতিষ্ঠান)