সাধারণ: মন্ত্রণালয় বাজেট বরাদ্দ হতে কয়েক ধাপে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অনুকূলে বরাদ্দ প্রদান করে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপজেলার আয়তন, জনসংখ্যা ও দুস্থতার ভিত্তিতে জেলা প্রশাসক বরাবর বরাদ্দ প্রদান করে। জেলা প্রশাসক একই নিয়মে উপজেলা চেয়ারম্যান/উপজেলা নির্বাহী অফিসার বরাবর উপ-বরাদ্দ প্রদান করেন। উপজেলা চেয়ারম্যান/উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন পরিষদের আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে বণ্টন করেন। বরাদ্দের অনুকূলে প্রকল্প গ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদ প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) মাধ্যমে বাস্তবায়ন করে থাকে।
বিশেষ: মন্ত্রণালয় বাজেট বরাদ্দের অনুকূলে মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বরাবর বরাদ্দ প্রদান করে। মহাপরিচালক নির্বাচনী এলাকাভিত্তিক সংশ্লিষ্ট সংসদ সদস্য বরাবর বরাদ্দ প্রদান করে। সংসদ সদস্যগণ প্রকল্প গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন বরাবর প্রেরণ করেন। জেলা প্রশাসক জিও করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করে এবং মাননীয় সংসদ সদস্য কর্তৃক অনুমোদিত প্রকল্প কমিটির মাধ্যমে তা বাস্তবায়ন করা হয়।
বরাদ্দ প্রদান হতে ৬০ দিন। তবে সরকার প্রয়োজন মনে করলে তা বৃদ্ধি করতে পারে
৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে পিআইসি কর্তৃক অঙ্গিকারনামা
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
প্রয়োজনীয় কাগজপত্র
পরিপত্রের শর্তাবলি অনুসারে
গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির পরিপত্র
গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) বাস্তবায়ন নীতিমালা, ২০১৩-২০১৪
জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার/জেলা প্রশাসক