সোনালী ব্যাংক/বাংলাদেশ ব্যাংকের অনুকূলে ৫০০/- টাকার ট্রেজারি চালানসহ (কোড নং- ১-২২০১-০০১-২৬৮১) ওসি/এসপি/ পুলিশ কমিশনার বরাবর আবেদন করতে হবে। ওসি পরবর্তীতে এ বিষয়ে তদন্ত করার জন্য এসআই-কে নির্দেশ প্রদান করেন। রিপোর্টপ্রাপ্তির পর পুলিশ ক্লিয়ারেন্স সনদ প্রদানের উপযুক্ত হলে প্রস্তুত করা হয় অন্যথায় বাতিল করা হয়। পরবর্তীতে প্রতিস্বাক্ষরের জন্য পুলিশ সুপারের নিকট প্রেরণ করা হয়। পুলিশ সুপার প্রতিস্বাক্ষর করে ওসি’র নিকট প্রেরণ করেন। থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স সনদ আবেদনকারী সংগ্রহ করতে পারেন।
বি: দ্র: পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিস্বাক্ষর গ্রহণ করতে হয়। তবে এক্ষেত্রে আবেদনকারী নিজ দায়িত্বে অথবা এসপি, ডিএসবি-এর মাধ্যমে করতে পারেন।
মহানগর এলাকায় ওয়ানস্টপ সার্ভিস চালু আছে এবং এক্ষেত্রে আবেদনকারী মহানগর এলাকার হলে ওয়ানস্টপ সার্ভিস হতে এ সেবা পেতে পারেন।
০৫-০৭ দিন
৫০০ টাকা
থানা/এসপি অফিস
১। ওসি
২। এসপি
১. আবেদনপত্র, টাকা জমাদানের রসিদ
২. পাসপোর্টের সত্যায়িত কপি
৩. জাতীয়তা/নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি
১. আবেদনকারীকে আবেদনকৃত থানা এলাকার (স্থায়ী অথবা অস্থায়ী) বসবাসকারী হতে হবে।
২. প্রবাসীগণ সংশ্লিষ্ট দূতাবাস/কনসুলার অফিসের মাধ্যমে আবেদন করবেন অথবা আবেদনকারীর লিখিত অনুমোদনসাপেক্ষে তার মনোনীত ব্যক্তি আবেদন দাখিল এবং সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। স্পেনের ক্ষেত্রে সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে আবেদন করতে হবে।
৩. মহানগরের ক্ষেত্রে পুলিশ কমিশনার বরাবর আবেদন করতে হয়।
ডিএসবি নির্দেশিকা
সার্কেল এএসপি, ডিআইজি