ইউনিয়ন/পৌর সমাজকর্মী/কারিগরি প্রশিক্ষক কর্তৃক জরিপকৃত এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অবহিতকরণের মাধ্যমে ঋণপ্রার্থীদের নিকট থেকে ৫-২০ হাজার টাকার ঋণের আবেদন ও স্কিম গ্রহণ করা হয়। প্রাপ্ত আবেদন ও স্কীম যাচাই-বাছাই করে ফিল্ড সুপারভাইজার সুপারিশসহ একটি খসড়া তালিকা প্রস্তুত করে উপজেলা/শহর সমাজসেবা অফিসারের নিকট দাখিল করেন। উপজেলা/শহর সমাজসেবা বাস্তবায়ন কমিটির সভা আয়োজনসহ স্কীম ও ঋণ অনুমোদন করান। তারপর নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে সুবিধাভোগীদের অবহিতকরণের মাধ্যমে ঋণের অর্থ নগদ বা চেকে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর পিআইসি সভায় অনুমোদনের ৩০ দিনের মধ্যে ঋণ বিতরণ করতে হবে। (সম্ভাব্য সময় ১-৩ মাস)
বিনামূল্যে
৮০টি শহর সমাজসেবা ও ৪৮৬টি উপজেলা সমাজসেবা অফিস
১. উপজেলা/শহর সমাজসেবা কর্মকর্তা ২. ফিল্ড সুপারভাইজার ৩. ইউনিয়ন/পৌর সমাজকর্মী ৪. কারিগরি প্রশিক্ষক
-নির্ধারিত ফরমে আবেদন
-প্রতিবন্ধিতার সনদপত্র
-পাসপোর্ট সাইজের ছবি
-নাগরিকত্ব সনদ/জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র
এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তি যাদের বাৎসরিক আয় ৬০,০০০/- (ষাট হাজার) টাকার কম
এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০১০
১. উপজেলা নির্বাহী অফিসার ২. উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়