আবেদনকারীকে মিছিল, সভা, সমাবেশ, মাইক ব্যবহার ইত্যাদির অনুমতির জন্য পুলিশ সুপারের (এসপি) বরাবর আবেদন করতে হয়। পুলিশ সুপার তদন্ত করার জন্য অফিসার ইনচার্জের (ওসি) প্রতি নির্দেশ দেন। ওসি তদন্ত করে এসপি’র নিকট প্রেরণ করেন। প্রাপ্ত তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি বিবেচনা করে অনুমতি প্রদান করা হয় অথবা অনুমতি প্রদান সম্ভব নয় মর্মে জানিয়ে দেওয়া হয়।
২-৪ দিন
বিনামূল্যে
থানা
১. ডিউটি অফিসার
২. ওসি
আবেদনপত্র
জনভোগান্তি বা আইন-শৃঙ্খলার পরিপন্থি হওয়া যাবে না
১. সিআরপিসি -১৮৯৮ এর ১২৭, ১২৮ ও ১২৯ ধারা
২. পুলিশ আইনের- ১৮৬১ এর ৩০, ৩১ ও ৩২ ধারা
সার্কেল এএসপি