বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন: খরা, বন্যা, ঝড়, লবণাক্ততা, শিলাবৃষ্টি, জলাবদ্ধতা, জলোচ্ছ্বাস ইত্যাদি সংক্রান্ত প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ও দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়ে থাকে। তাছাড়া, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বিষয়ে মহড়া প্রদান করে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে অবহিত হওয়া এবং তাৎক্ষণিক মোকাবিলা করার সক্ষমতা অর্জনে সহায়তা করা হয়। টেলিফোন/মোবাইল/নিয়ন্ত্রণ কক্ষ/ফ্যাক্স/মেইল দ্বারা তাৎক্ষণিকভাবে অন্যদের সতর্কীকরণ এবং করণীয় সম্পর্কে জেলায়, উপজেলায় এবং ব্লক পর্যায়ে অবহিতকরণ ও পরামর্শ প্রদান এবং জরুরি সভা করা হয়। হাটবাজার ও অন্যান্য জনবহুল স্থানে ঢোলশহরত এবং মসজিদ/মন্দির/গির্জা ও অন্যান্য প্রতিষ্ঠানের মাইকে ব্যাপক প্রচার করে প্রাকৃতিক দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করা হয়।
তাৎক্ষণিক, তবে সর্বোচ্চ ৪-৫ দিন
বিনামূল্যে
উপজেলা ও জেলা পর্যায়ের কৃষি অফিস
১. উপজেলা কৃষি কর্মকর্তা
২. অতিরিক্ত কৃষি কর্মকর্তা
৩. কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৪. সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৫. SAAO
প্রয়োজন নাই
সকল শ্রেণীর প্রকৃত কৃষক
কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল ও কৃষি সম্প্রসারণ নীতিমালা
উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর