সরকারি নলকূপ মেরামতসংক্রান্ত অভিযোগপ্রাপ্তির পর সংশ্লিষ্ট নলকূপ মেকানিককে মেরামতের জন্য প্রেরণ এবং কারিগরি সহায়তা প্রদান। এক্ষেত্রে জনগণকে উপজেলা চেয়ারম্যান/ইউপি চেয়ারম্যানের নিকট আবেদন করতে হয়। আবেদনগুলো সহকারী/উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) এর নিকট প্রেরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান/ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রাপ্ত আবেদন অনুযায়ী মেকানিক মেরামতের জন্য সরাসরি নলকূপের নিকট চলে যান এবং মালামাল থাকাসাপেক্ষে নলকূপ মেরামতের ব্যবস্থা করেন।
আনুমানিক ৩০-৪৫ দিন
প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয় করে দেওয়া/যন্ত্রাংশের মূল্য পরিশোধ করতে হবে
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস
নলকূপ মেকানিক
আবেদন পত্র
সরকারি নীতিমালা অনুযায়ী মেরামত সামগ্রী ক্রয়ের জন্য নির্ধারিত ফি প্রদানসাপেক্ষে সকল নাগরিক সেবাপ্রাপ্তিরযোগ্য।
জাতীয় নিরাপদ খাবার পানি সরবরাহ ও স্যানিটেশন নীতি-১৯৯৮
সহকারী/উপ-সহকারী প্রকৌশলী