মৎস্যচাষি/মৎস্যজীবী/উদ্যোক্তাগণ সরাসরি, ই-মেইল, মোবাইলের মাধ্যমে সমস্যা জানালে রেজিস্টারে নিবন্ধীকরণের পর সরাসরি পরামর্শ প্রদান অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়। প্রয়োজনে মাঠ পরিদর্শন করে পরামর্শ প্রদান করা হয় এবং রিপোর্ট দেওয়া হয়।
১-৫ দিন
বিনামূল্যে
উপজেলা মৎস্য দপ্তর
১. সিনিয়র উপজেলা/মৎস্য কর্মকর্তা
২. সহকারী মৎস্য কর্মকর্তা
৩. ক্ষেত্র সহকারী
৪. অফিস সহকারী
কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই
প্রকৃত মৎস্যচাষি/মৎস্যজীবী/মৎস্য উদ্যোক্তা যে কেউ পরমার্শ গ্রহণ করতে পারেন
- মৎস্য প্রযুক্তি বিষয়ক ম্যানুয়েল
- ক্ষুদ্রঋণ নীতিমালা
- জলমহাল নীতিমালা
- মৎস্য অধিদপ্তরের কার্যক্রমের কৌশলপত্র
- মৎস্য বিষয়ক আইনসমূহ
জেলা মৎস কর্মকর্তা