মিটার রিডার গ্রাহকের মিটার রিডিং সংগ্রহপূর্বক বিল প্রস্তুত করে কম্পিউটার কেন্দ্রে প্রেরণ করে থাকে। উক্ত বিল নির্বাহী/আবাসিক প্রকৌশলী ও সিস্টেম এনালিস্ট কর্তৃক পরীক্ষা করা হয় এবং ইলেকট্রনিক লেজার সংরক্ষণ করে প্রস্তুতকৃত বিলের কপি বিল বিতরণকারীর মাধ্যমে/মোবাইলে ম্যাসেজের মাধ্যমে সাধারণ গ্রাহককে প্রদান করা হয়।
১০ দিন
বিলের সাথে সংযুক্ত মূল্যে (সার্ভিস চার্জের বিনিময়ে)
বিক্রয় ও বিতরণ বিভাগ/ইএসইউ এর দপ্তর
নির্বাহী প্রকৌশলী/আবাসিক প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, মিটার রিডার, বিল বিতরণকারী
প্রয়োজন নেই
বৈধ গ্রাহক হতে হবে
বিদ্যুৎ আইন [Electricity Act-1910, As Amendment -2006],
Commercial Operation Procedure বিদ্যুৎ মূল্য হার ও নিয়মাবলি-১৯৭৯
মহাব্যবস্থাপক বাণিজ্যিক পরিচালন/প্রধান প্রকৌশলী/তত্ত্বাবধায়ক প্রকৌশলী/নির্বাহী প্রকৌশলী/ আবাসিক প্রকৌশলী